ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাবের সেমিনার

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে 'মহাকাশ গবেষণায় বাংলাদেশ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট : সুযোগ ও সম্ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএফএম শফিকুর রহমান। আরো বক্তব্য রাখেন কলেজের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এসএম আলী আজম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আহাদুজ্জামান দিরাজ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. নাজমুল হক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিউল আলম। বিজ্ঞপ্তি