আছাদুজ্জামান মিয়ার চুক্তিতে মাত্র এক মাসের নিয়োগ

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
মো. আছাদুজ্জামান মিয়া
সরকারি চাকরির মেয়াদের শেষ দিনে এসে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে আরও এক মাসের জন্য ওই পদে রাখার ঘোষণা দিয়েছে সরকার। ঈদের ছুটির মধ্যে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। অবসরের বয়সে পৌঁছে যাওয়ার পরও সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চাকরিতে রেখে দেয়া নতুন কিছু নয়। এ ধরনের চুক্তির মেয়াদ সাধারণত ছয় মাস, এক বছর বা দুই বছরও হয়। কিন্তু সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত আছাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে মেয়াদ বাড়ানোর আদেশটি হয়েছে মাত্র এক মাসের জন্য, যা বিস্ময়ের সৃষ্টি করেছে। বত্রিশ বছরের কর্মজীবনের সাড়ে চার বছর আছাদুজ্জামান মিয়া ঢাকার পুলিশ কমিশনারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর এই সময়ে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য প্রশংসিত হয়েছে।