আটক কিশোরদের ১০৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক ১১০ কিশোর-তরুণের মধ্যে সাতজন ছাড়া বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ শনিবার সকালে বলেন, 'ওই সাতজনের বিরুদ্ধে আগের কিছু অভিযোগ রয়েছে পুলিশের কাছে।' শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে ওই ১১০ জনকে আটক করে থানায় নিয়েছিল পুলিশ। ওসি আব্দুর রশিদ রাতে বলেছিলেন, 'এদের অধিকাংশই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে ইভ টিজিং করে, পথচারীদের নানাভাবে কটূক্তি করে, অশ্লীল ভঙ্গি করে।' থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে যাচাই করে তাদের ১০৩ জনের বিরুদ্ধে পুরানো কোনো অভিযাগ পাওয়া যায়নি বলে শনিবার সকালে জানান ওসি। তিনি বলেন, 'তাদের পরিবারের সদস্যদের ডেকে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে।' বাকি সাতজনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এদের চারজনের বিরুদ্ধে আগে মামলাও হয়েছে জানিয়ে ওসি বলেন, 'তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।'