বাংলাদেশ বিশ্বের কাছে একটি বিস্ময়কর দেশ: তাজুল

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে বিস্ময়কর একটি দেশ হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। দেশের এ উন্নয়ন ও অগ্রযাতা অব্যাহত রাখতে হলে জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ দেশ আরও এগিয়ে যাবে। সারাদেশেই উন্নয়ন কাজ চলছে। মন্ত্রী শনিবার বিকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গাজীপুর সিটিকে একটি অনন্য নগরীতে পরিণত করা হবে। সিটিকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরিত করার চিন্তা করছি। ইতোমধ্যে বিদেশি কিছু সংস্থা যোগাযোগ করেছে। আমরা ছোট একটি প্রকল্প বাস্তবায়নের পর বৃহত্তর একটি প্রকল্প নিচ্ছি গাজীপুরের রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ সামগ্রিক উন্নয়নের জন্য। এখানে অসংখ্য শিল্প-কারখানা রয়েছে। গাজীপুর অত্যন্ত উর্বর জায়গা। গাজীপুরে যে সমস্ত সুযোগ আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা গাজীপুরকে দিয়ে সারা বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করতে পারব। এ সময় মন্ত্রী গাজীপুর সিটির উন্নয়ন কাজে মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমি দায়িত্ব গ্রহণের সময় গাজীপুরকে একটি ডাস্টবিনের শহর হিসেবে পেয়েছি। তাই বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা নির্মূলকে প্রাধান্য দেয়া হয়েছে। আমি গাজীপুরকে আদর্শ নগরী ও গ্রীন সিটি, ক্লিন সিটিতে পরিণত করতে চাই। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহান ভূইয়া, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ডেঙ্গু বিষয় বিশেষজ্ঞ জাপানি প্রতিনিধি ড. হু লি ফাত, আওয়ামী লীগ নেতা এড. মো. ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর জেলা জজ আদালতের সরকারি উকিল এড. আমজাদ হোসেন বাবুল, গাজীপুর বারের সভাপতি এড. খালেদ হোসেন প্রমুখ।