সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান! যাযাদি ডেস্ক এক নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেল জাপানে। সে দেশে আবিষ্কৃত সবচেয়ে বড় মাপের কঙ্কালের (প্রায় ২৬ ফুট লম্বা) উপর পরীক্ষা-নীরিক্ষা করে এই নতুন প্রজাতির কথা জানা গেছে। হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল ৭ কোটি ২০ লাখ বছরের পুরনো কয়েক শত হাড়ের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এসব হাড় হ্যাড্রোসরিড ডাইনোসরের। গবেষকদের দলের প্রধান ইয়োশিতসুগু কোবাইয়াশি জানান, 'জাপানে নতুন এই ডাইনোসরের সন্ধান পাওয়া মানে জাপান অথবা পূর্ব এশিয়াতেও এই প্রাণীদের আলাদা একটা দুনিয়া ছিল। ছিল একদম স্বতন্ত্র বিবর্তন প্রক্রিয়া।' চিরকুট লিখে নারীর আত্মহত্যা ঝিনাইদহ প্রতিনিধি 'আমার মৃতু্যর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হয়ও না। এটা আমার অনুরোধ রইল।' এভাবে চিরকুট লিখে আত্মহত্যা করেছে নীলা খাতুন (৩০) নামে তিন সন্তানের জননী। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়িতে ওই গৃহবধূ আত্মহত্যা করে। নিহত নীলা উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। নীলার দুলাভাই নয়ন হোসেন জানান, খবর পেয়ে চাপালী আসার পর নীলার মেয়ে শামীমা তাকে দুটি কাগজ দেখায় এবং জানায় দুপুরের দিকে তার মা নীলা এই কাগজে লিখেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিদু্যৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃতু্য চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের মৃত মজিবুল হকের ছেলে মো. মুরাদ হোসেন পুতুল (২২) রোববার বিকেলে বিদু্যৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। জানা যায়, পুতুল ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে কড়িহাটি বাজারের একটি দোকানে কাজ করতে গিয়ে তিনি বিদু্যৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুতুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নারী গার্মেন্টকর্মীর মৃতদেহ উদ্ধার গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার হাসনা (৩৫) নামে এক গার্মেন্ট কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাভার এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টে কাজ করত। হাসনা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খালপার হাজিপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শামছু মন্ডলের বাজার এলাকায় সোমবার ভোরে ওই সড়কের পাশে নারীর মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। থানার এএসআই কুহেলী আক্তার জানান, নারীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে কয়েকটি আঘাতের চি?হ্ন ও যৌনাঙ্গ দিয়ে অস্বাভাবিক রক্তপাত হচ্ছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘরের দেয়াল ধসে একজনের মৃতু্য লামা (বান্দরবান) প্রতিনিধি লামা উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে চাপায় পড়ে বানু মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। সোমবার ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপমারা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানু মিয়া সাপমারা ঝিরির বাসিন্দা মৃত ওসমান গণির ছেলে। এলাকাবাসী সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে বানু মিয়া বড় ভাইয়ের বাড়িতে একটি মাটির ঘরে একা থাকতেন। সোমবার ভোর ৪টার দিকে মাটির দেয়াল ভিজে ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান বানু মিয়া।