ইন্দো-প্যাসিফিক সেনাপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
থাইল্যান্ড সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার ব্যাংককে অনুষ্ঠিতব্য ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে ইন্দো-প্যাসিফিক আর্মি চীফস্‌ সম্মেলনে (ওচঅঈঈ) যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে সেনাবাহিনী প্রধান "ঞৎঁংঃ ইঁরষফরহম অসড়হম ওহফড়-চধপরভরপ খধহফ ঋড়ৎপবং ভড়ৎ জরংশ জবফঁপঃরড়হ: ঞযব ঊীঢ়বৎরবহপব ড়ভ ইধহমষধফবংযচ্ বিষয়বস্তুর উপর তাঁর বক্তব্য উপস্থাপন করেন। ডিজি বিজিবি থাকাকালীন সময়ে সীমান্তবর্তী দেশসমূহের ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে তিনি সকলের মাঝে তুলে ধরেন। উলেস্নখ্য, এই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে চিফ অব স্টাফ, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সোমবার ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড-এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আইএসপিআর