জাবিতে শিক্ষকদের মৌন মিছিল

উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি এবং উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থি শিক্ষকরা। উন্নয়ন মহাপরিকল্পনা পুনর্বিন্যাস ও দুর্নীতর অভিযোগের তদন্তসহ শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। সোমবার বেলা ১১টায় 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে শিক্ষকদের মৌন মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। দেড় শতাধিক শিক্ষককের অংশগ্রহণে মৌনমিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' এর সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, 'আমি একটা কথা বলতে চাই। কোনো আন্দোলন করে এ উন্নয়নকে বন্ধ করা যাবে না।' তিনি আরও বলেন, 'একটি মহল উন্নয়ন বন্ধ করার জন্য চক্রান্ত করছে। আমি বিশ্বাস করি তাদের চক্রান্ত সফল হবে না।' সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আলোচনা করে উদ্ভূত সমস্যার সমাধান করা যেতে পারে। তা না করে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা কাম্য নয়। এই বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, আসেন আমরা সবাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি।' মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশে 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' এর সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক আব্দুলস্নাহ হেল কাফী, অধ্যাপিকা রাশেদা আখতারসহ দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য বরাদ্দকৃত ১৪৪৫ কেটি ৩৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে আর্থিক কেলেঙ্কারির তদন্ত, মাস্টারপস্ন্যান পুনর্বিন্যাসসহ তিনদফা দাবিতে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে গত কয়েকদিন ধরে বিক্ষোভ, পথ নাটক, মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।