নৌবাহিনীর জাহাজ 'সমুদ্র অভিযান'র শ্রীলংকার কলম্বো বন্দর ত্যাগ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রীলংকায় ৭ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'সমুদ্র অভিযান' মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশে কলম্বো নৌ-জেটি ত্যাগ করেছে। জাহাজটি জেটি ত্যাগের প্রাক্কালে শ্রীলংকা নৌবাহিনীর প্রশ্চিমাঞ্চল এরিয়ার সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় শ্রীলংকান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে বলে আশা করা যায়। সেখানে ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। শ্রীলংকা প্রশিক্ষণ সফর উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশে হাইকমিশন জাহাজে শ্রীলংকান নৌবাহিনীর সম্মানে এক ডিনারের আয়োজন করে। ওই ডিনারে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল ঝঐঝ কঙঞঞঊএঙউঅ (জঃফ) উপস্থিত ছিলেন। এ সফরকালে বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চাল নৌ-কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ঝটগওঞঐ ডঊঊজঅ ঝওঘএঐঊ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উলেস্নখ্য, গত ১ সেপ্টেম্বর নৌবাহিনীর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রাণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ২৫৭ জন সদস্য নিয়ে বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করে। আইএসপিআর