শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০০৮ সালে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদু্যতের স্থলে বর্তমানে ২৪ হাজার মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হচ্ছে। গত ২ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্ব দেশের দারিদ্র্যের হার শতকরা ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নিয়ে আসা হয়েছে। ঘরে ঘরে বিদু্যৎ পৌঁছে দেয়া হচ্ছে, শতকরা ৯২ শতাংশ মানুষ বিদু্যৎ সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর গোড়-এ শহীদ ভাষাসৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা এম. আব্দুর রহিমের তৃতীয় মৃতু্যবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে ও সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু, সুপ্রিম কোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মাহমুদুল আলম, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। এর আগে সকালে তিনি এম. আব্দুর রহিমের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। স্পিকার মরহুম এম. আব্দুর রহিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, তিনি এমন একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন যিনি নিজের দক্ষতা, মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন। ২৩ বছরের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এম. আব্দুর রহিম।