ক র পো রে ট স ং বা দ

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মশালা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) মিলের ব্যবস্থাপনা পরিচালকদের জন্য ১১ হতে ১৪ সেপ্টেম্বর-২০১৯ পর্যন্ত ৪ দিনব্যাপী চিনিশিল্প ভবনে 'চাকরি প্রবিধানমালা ১৯৮৯ পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান অজিত কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) মীর জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মু. আনোয়ারুল আলম। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মিজ পরাগ (অতিরিক্ত সচিব) এবং জিয়াউল হক খান (যুগ্ম সচিব)। শিল্প মন্ত্রণালয়ের সচিব চিনিশিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যে করপোরেশনের বিদ্যমান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। উক্ত অনুষ্ঠানটির পরবর্তী ধাপে আগামী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ সকাল ৯.১৫টায় কোর্স পরিচালক মু. আনোয়ারুল আলম, উপসচিব, শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হবে। বিজ্ঞপ্তি