বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে শুক্রবার সকালে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু। বৃহস্পতিবার রাতে কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো ১৫২ টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় এবং শুক্রবার সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থা হতে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত নাবিকরা হলেন জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুলস্নাহ আল মুহিত (৩৫) নোয়াখালী, চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২) চট্টগ্রাম, চিফ অফিসার কাজী মাহবুব আলম (২৮) গোপালগঞ্জ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬) নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪) নোয়াখালী, বোসনমেট রফিক উলস্নাহ (৫৯) ফেনী, এ্যাবল সীম্যান মো. জুবায়ের হোসেন (২৪) চট্টগ্রাম, অডিনারি সীম্যান সুজন মুখারজি (২০) ফরিদপুর, অডিনারি সীম্যান মো. সাহাবুদ্দিন (২১) ভোলা, শাহদাত হোসেন (৩৭) লক্ষ্ণীপুর, জমিরুল ইসলাম (৩০) চট্টগ্রাম, শহিদ মিয়া (২৩) রংপুর, মো. রাজু (২৫) চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০) চট্টগ্রাম। নাবিকগণ বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। আইএসপিআর