রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে শাহবাগ থানার মামলার আলামত

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহবাগ থানার পাশে বিভিন্ন মামলার আলামত হিসেবে রাখা যানবাহন -যাযাদি
যাযাদি রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিপরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই উত্তর পাশের কাঁটাতারের সীমানা প্রাচীরের দেয়াল ঘেঁষে শাহবাগ থানার শেষ সীমানায় অযত্ন অবহেলায় বেড়ে ওঠা সবুজ লতা-গুল্ম বেষ্টিত ঝোপঝাড়ে চোখ পড়ে। প্রাত্যহিক প্রাতঃভ্রমণকারী ও উদ্যানে বেড়াতে আসা সকলের চোখই আটকে যায় ঝোপঝাড়ের ভেতরে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশায়। বিভিন্ন মডেলের নামিদামি যানবাহনগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিত্যক্ত অবস্থায় থেকে নষ্ট হচ্ছে। দিনের পর দিন বছরের পর বছর পড়ে থাকায় যানবাহনের অনেকগুলো আগাছা, গুল্ম ও লতাপাতায় ঢাকা পড়ছে। সোহরাওয়ার্দী উদ্যানের দেয়াল ঘেঁষে কাঁটাতারের বেড়া দেয়া এ এলাকাটি শাহবাগ থানায় দায়ের করা খুন, হত্যা, ডাকাতি ছিনতাই, চুরি, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধ মামলার আলামত। বিভিন্ন মামলার আলামত হিসেবে এ যানবাহনগুলো এখানে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানার একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আদালতে বিচারাধীন মামলার সংখ্যা বেশি হওয়ায় একেকটি মামলা দায়েরের পর থেকে মামলার শুনানি ও বাদী-বিবাদীর সাক্ষ্যগ্রহণসহ মামলা নিষ্পত্তি হতে দীর্ঘসময় লেগে যায়। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা হেফাজতেই আলামতগুলো রেখে দিতে হয়। আলামতগুলো সযত্নে রাখার জন্য আলাদা কোনো শেড বা গোডাউন না থাকায় সেগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে জানান তিনি। সরেজমিন শাহবাগ থানার চৌহদ্দি ঘুরে দেখা গেছে- থানার প্রধান ফটক থেকে উত্তর দিকে কিছুদূর এগোনোর পর থেকেই বিভিন্ন অপরাধমূলক মামলার আলামত হিসেবে জব্দকৃত ছোট-বড় বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও রিকশা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রায় সবগুলো যানবাহনের রং পুড়ে বিবর্ণ হয়ে গেছে। পরিত্যক্ত থেকে গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। কোনো কোনো যানবাহনে আগাছা জন্মেছে।