বিশ্ব ওজোন দিবসে পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ওজোন স্তর রক্ষাকল্পে ও ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যের বিকল্প ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে এবং জনগণের মধ্যে ওজোন স্তরের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ কর্তৃক প্রতি বছর ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করেছে ু৩২ ুবধৎং ধহফ ঐবধষরহমচ্ যার ভাবার্থ করা হয়েছে মন্ট্রিল প্রটোকল : ওজোন স্তর সুরক্ষার ৩২ বছর। বিশ্ব ওজন দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিবেশ অধিদপ্তর জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে প্রধান কয়েকটি হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রী এবং সচিবরা বাণীসংবলিত বিশেষ ক্রোড়পত্র জাতীয় দৈনিকে প্রকাশ, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন, ইলেকট্রনিক মিডিয়া ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান, পরিবেশ অধিদপ্তর ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন এবং বিশ্ব ওজোন দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে আজ বিকেল ৪টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি