ডিআইজি প্রিজন্স পার্থের জামিন নাকচ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পার্থ গোপাল বণিক
যাযাদি রিপোর্ট ফ্ল্যাট থেকে 'ঘুষ-দুর্নীতির' ৮০ লাখ টাকা উদ্ধারের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নাকচ করেছে ঢাকার জজ আদালত। পার্থ গোপাল বণিকের জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ রোববার এই আদেশ দেন। সাময়িক বরখাস্ত এই কারা কর্মকর্তার জামিনের পক্ষে আদালতে শুনানি করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুদকের পক্ষে এর বিরোধিতা করেন মোশারফ হোসেন কাজল। শুনানিতে কামরুল বলেন, পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে এ মামলাই হয়েছে ভুল আইনে। কারও বাড়িতে টাকা পেলে মানি লন্ডারিং আইনে মামলা হয় না। 'কীসের ভিত্তিতে এ মামলা হলো? এ টাকা কার? কাকে দেয়ার জন্য অথবা কী করার জন্য এ কথিত টাকা তিনি বাড়িতে রেখেছিলেন? টাকার উৎস কী? মামলায় এসব বিষয় স্পষ্ট নয়। সুতরাং তিনি জামিন পেতে পারেন।' এর বিরোধিতায় দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, 'টাকা ব্যাংকের অ্যাকাউন্টেই পেতে হবে এমন কোনো কথা নেই। টাকার যে কোনো রূপান্তর অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা তহবিলে জমা করা, কোনো জায়গায় সরিয়ে ফেলাও মানি লন্ডারিংয়ের সংজ্ঞায় পড়ে। সুতরাং মামলার এ পর্যায়ে তিনি জামিন পেতে পারেন না।' শুনানি শেষে বিচারক পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নাকচ করে আদেশ দেন।