ঢাকায় ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
উড়োজাহাজ ময়ূরপঙ্খী
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 'টেকনিক্যাল ল্যান্ডিং' করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানান। তাহেরা খন্দকার বলেন, সকালে ঢাকা ছাড়ার পর বিমানের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 'টেকনিক্যাল ল্যান্ডিং' করে। এটা ইমারজেন্সি বা ক্র্যাশ ল্যান্ডিং নয়। এ ঘটনায় উড়োজাহাজটির সব যাত্রী নিরাপদে আছেন। তাহেরা খন্দকার জানান, বিমানের উড়োজাহাজটিতে ১৪৩ জন যাত্রী ছিলেন। আর পাইলট-কেবিন ক্রুসহ ছিলেন সাতজন। পরে বিমানের আরেকটি উড়োজাহাজে করে যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হয়। উড়োজাহাজটির টেকনিক্যাল ল্যান্ডিংয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান বলেন, বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ৮টা ৪৪ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। রানওয়ে ছাড়ার কিছুক্ষণ পরে উড়োজাহাজটির পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে বার্তা পাঠান। তখন উড়োজাহাজটি বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে ছিল। এসএম ওহিদুর রহমান বলেন, পরে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরে আসে। সকাল সাড়ে নয়টার দিকে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সময় উড়োজাহাজটির কোনো ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে সুস্থভাবে উড়োজাহাজ থেকে নেমে আসেন।