হানিফ ফ্লাইওভার

বন্ডে মিলবে ঋণের টাকা, চতুর্পক্ষীয় চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গুলিস্তান-যাত্রাবাড়ী (মেয়র মোহাম্মদ হানিফ) ফ্লাইওভার নির্মাণকারী ওরিয়ন গ্রম্নপের সহযোগী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ঋণের টাকা সরকার পরিশোধ করবে। প্রতিষ্ঠানটির নেয়া ঋণের টাকা বন্ডের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দিবে সরকার। এ জন্য সরকার চতুর্পক্ষীয় একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চার পক্ষের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, অর্থ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি, বাজেট অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব, ঋণ ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক, আইসিবি এবং ওরিয়ন গ্রম্নপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের উপযুক্ত প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বৈঠক সূত্রে জানা গেছে, এই চুক্তির ফলে সরকার ওরিয়ন গ্রম্নপের ঋণের টাকা বন্ডের মাধ্যমে পরিশোধ করবে। ফলে ব্যাংকের কাছে ওরিয়ন গ্রম্নপের আর কোনো দায় থাকবে না। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বন্ড নেয়ার আগে নিজ নিজ প্রতিষ্ঠানের বোর্ডসভায় এ বিষয়ে অনুমোদন নিয়ে নিতে হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের বোর্ডসভায় অনুমোদন নিলেই সরকার প্রতিষ্ঠানগুলোকে বন্ড দিয়ে দিবে। অর্থ বিভাগ এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে। অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এই বন্ড দেয়া হবে। জানা গেছে, গত মঙ্গলবার এ সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয় দ্রম্নত চুক্তি করা জন্য। এর পরের দুই দিন প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা এবং চুক্তির খসড়া ই-মেলের মাধ্যমে আদান প্রদান করা হয় এবং নিজেদের মধ্যেই বিভিন্ন মাধ্যমে আলোচনা করা হয়। আরও জানা গেছে, এই চুক্তির ফলে ওরিয়ন গ্রম্নপ ফ্লাইওভারের নির্মাণ ব্যয়ের ১ হাজার ৪৩৮ কোটি ৫৪ লাখ টাকা এবং সুদ বাবদ ৫৫৪ কোটি টাকা, মোট ১ হাজার ৯৯২ কোটি ৫৪ লাখ টাকা পাচ্ছে। যা বন্ডের মাধ্যমে ঋণ দাতা প্রতিষ্ঠানগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দিচ্ছে সরকার। উলেস্নখ্য, ফ্লাইওভার নির্মাণে ওরিয়ন গ্রম্নপকে ২ হাজার ২৫০ কোটি টাকা অর্থায়ন করে ছয়টি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিনিয়োগ ৫০০ কোটি, রূপালী ব্যাংকের ৫৫০ কোটি, জনতা ব্যাংকের ৬০০ কোটি ও অগ্রণী ব্যাংকের ৫০০ কোটি টাকা। এ ছাড়া ৫০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। সমপরিমাণ বিনিয়োগ করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি)।