টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গাসহ নিহত ৩

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই রোহিঙ্গাসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাহারছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য এএসআই হাবিব উলস্নাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন- উখিয়া বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা বস্তির ফজল আহাম্মদের ছেলে মো. জামিল (২০), একই রোহিঙ্গা বস্তির নবী হোসেনের ছেলে মো. আসমত উলস্নাহ (২১) ও টেকনাফের বাহারছডা নতুনপাড়া এলাকার মৃত মো. আলীর ছেলে মো. রফিক (২৪)। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, বুধবার রাতে হত্যা, অস্ত্র ও মাদক মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি, ডাকাতি, অপহরণ এবং হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তাদের দলের অন্যরা পাহাড়ে অবস্থান করছে এমন স্বীকারোক্তিতে ভোরে বাহারছড়া শামলাপুর ঢালা এলাকার জঙ্গলে অভিযান চালায়। হঠাৎ তাদের সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।