শি ক্ষা ঙ্গ ন স ং বা দ

দরিদ্র শিক্ষার্থীদের জন্য আশার বৃত্তি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এনজিও আশা দরিদ্র পরিবারের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১,৫০০ দরিদ্র শিক্ষার্থীর প্রত্যেককে ১০,০০০ টাকা এককালীন বৃত্তি প্রদান করা হবে। ১৭ সেপ্টেম্বর আশা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশার বৃত্তি কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে মন্ত্রী ঢাকা জেলার ৮৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন। পরিকল্পনামন্ত্রী তার বক্তব্যে বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের যে উন্নয়নসাধিত হয়েছে, এক কথায় অভূতপূর্ব এবং এই অর্জন ধরে রাখতে আমাদের সর্বাত্মক প্রয়াস গ্রহণ করতে হবে। তিনি আর্থ-সামাজিক উন্নয়নে আশার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আশার সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট এম আবদুল আজিজ ও অ্যাডভাইজার, (এইচআর) মি. সুশীল রায়। বিজ্ঞপ্তি