বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে বিমান বাহিনী পতাকা প্রদান

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর অন্তর্গত ২৫ নং স্কোয়াড্রন, ২০১ রক্ষণাবেক্ষেণ ইউনিট, ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট এবং এ্যারো মেডিকেল ইনস্টিটিউটকে তাদের পেশাগত দক্ষতার জন্য 'বাংলাদেশ বিমান বাহিনী পতাকা' প্রদান করেন। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন। পতাকা প্রদানের এই অনুষ্ঠানে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ঘাঁটি বঙ্গবন্ধু আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. মাসুদুর রহমান। বিমান বাহিনী প্রধান বাদক ও পতাকাবাহী দলের সমন্বয়ে একটি অনাড়ম্বর পরিবেশে ২৫ নং উড্ডয়ন স্কোয়াড্রন, ২০১ ও ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট এবং বিশেষায়িত এ্যারো মেডিকেল ইনস্টিটিউটকে 'বাংলাদেশ বিমান বাহিনী পতাকা' হস্তান্তর করেন। আইএসপিআর