দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে: জিএম কাদের

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ০০:১৫

যাযাদি রিপোর্ট
দেশে সর্বত্র সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কোথাও সুখশান্তি নেই। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে। সমাজে মানবিক মূল্যবোধের পতন ঘটেছে। বৃহস্পতিবার রাজধানীর বনানী কার্যালয়ে ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আমাদের সব মতভেদ ভুলে পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের স্বার্থে সব প্রকার ত্যাগ স্বীকার করতে হবে। দলে ঐক্যের বিকল্প নেই। ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, পীরজাদা শফিউলস্নাহ আল মনির, দলের সদস্যসচিব ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, আহসান আদেলুর রহমান আদেল, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম-মহাসচিব আশরাফ সিদ্দিকী, সম্পাদকমন্ডলীর সদস্য যুগ্ম-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, রেজাউল করিম, এনাম জয়নাল আবেদীন।