সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'ফিরিয়ে দাও ভালোবাসা' যাযাদি ডেস্ক দীর্ঘ আট বছরের প্রেম। ঘর বাধার স্বপ্ন ছিল দু'জনের। তবে সে ইচ্ছাতে বাদ সাধে প্রেমিকের মাসিক ইনকাম। স্থানীয় পেপার মিলে মাত্র পাঁচ হাজার টাকার বেতনের চাকরি করেন বলে প্রেমিকার ভাই ও বাবা তার সঙ্গে তাদের বোন ও মেয়েকে বিয়ে দিতে রাজি নন। পরিবারের চাপে প্রেমিকের সঙ্গে প্রেমিকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতেই বেঁকে বসেছেন প্রেমিক ভারতের পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া শহরের বাসিন্দা শিবনাথ রায়। হারানো প্রেম ফিরে পেতে শনিবার প্রেমিকা সোনালীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি। তার দাবির সপক্ষে বেশকিছু ছবি ও চারটি প্রেমপত্র পোস্টার আকারে পাশে লাগিয়ে নেন। পোস্টারে তিনি লিখেছেন, 'তোরা যে যা বলিস ভাই আমার ভালোবাসা ফেরত চাই'। তবে সোনালীর পরিবারের ভাষ্য, শিবনাথের বাবা বিয়ের যৌতুক হিসেবে মোটা টাকা দাবি করায় তাদের পক্ষে শিবনাথের সঙ্গে মেয়ের বিয়ে দেয়া সম্ভব হয়নি। এই ঘটনায় মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে গ্রামবাসী। পানির ট্যাংকিতে নেমে নিহত দুই সাভার প্রতিনিধি সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ট্যানারির একটি পানির ট্যাংকি পরিষ্কার করতে নামেন অজ্ঞাত নামের এক রাজমিস্ত্রি। পরে তিনি বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন। এ সময় কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে কারখানার অন্য শ্রমিকরা দুইজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দু'জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। মোটরসাইকেল আরোহী নিহত সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা বাইপাস সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হযরত আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হযরত আলী আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। আহত নজরুল ইসলাম মধুমুলস্নারডাঙ্গি গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার সময় বাইপাস সড়কে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে হযরত আলী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ীতে আটক ৪ ছিনতাইকারী যাযাদি রিপোর্ট রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছের্ যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি চাকু, পাঁচটি বেস্নড ও চারটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকের্ যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে। আটকরা হলেন- মো. লাবলু মিয়া (৫০), মোহাম্মদ আলী (৩২), জহির ইসলাম (৪০), প্রবাঞ্জ বিশ্বাস (২২)। মেজর শাহরিয়ার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।