দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রয়োজন: নাসিম

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোহাম্মদ নাসিম -যাযাদি
দেশের উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, 'আর এজন্যই শক্তিশালী সাংগঠনিক কাঠামো প্রয়োজন। তাই আওয়ামী লীগের চলমান তৃণমূল পর্যায়ের সম্মেলনে সব বিভেদ ভুলে ত্যাগী নেতৃত্ব নির্বাচন করতে হবে।' শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশের মানুষ আর আন্দোলন চায় না। তাই রাজনীতির ময়দানে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সরকারকে ধাক্কা দিতে গেলে জনগণ আপনাদের ধাক্কা দেবে। বরং নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনের জন্য প্রস্তুত হন। তিনি আরও বলেন, ড. কামাল হোসেনকে বিএনপির ভাড়া করা ঠিক হয়নি। জাতীয় নির্বাচন থেকে মাঝপথে পালিয়ে যাওয়াও উচিত হয়নি। দেরিতে হলেও তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সংসদে তাদের নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছে। ১৪ দলের মুখপাত্র আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডে দিশাহারা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে চক্রান্ত করছে। জননেত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, চক্রান্ত তত বেশি গভীর হবে। কারণ তাদের পথের কাঁটা শেখ হাসিনা। বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম। তার দূরদর্শিতার কারণে বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যায় অভিযুক্তদের দ্রম্নত গ্রেপ্তার করা গেছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে এ দেশের মানুষকে তিনি মুক্ত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুদ্ধাপরাধীদের বিচার তিনি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের নেতাদের সব অহংকার পরিহার করে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য অনুরোধ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এক্ষেত্রে ভোটের মাধ্যমে মূল্যায়ন করা হলে তা যথাযথ হবে। তাহলে শক্তিশালী সংগঠন গড়ে উঠবে। জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু এবং প্রফেসর মেরিনা জাহান।