খালেদার দেখা চান ঐক্যফ্রন্ট নেতারা

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান। রোববার দুপুরে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি আলোচনা করে তার সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। দুপুরে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে তার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকের পর ফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, "আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। সারা জাতি আজকে উৎকণ্ঠিত যে কোনো সময়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। উনার একটা হাত অবশ হয়ে গেছে, উনি খেতে পারেন না। "আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল...আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাব- আমরা উনাকে দেখতে যেতে চাই, অবস্থাটা কী- এটা জানার জন্য।" গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। রব বলেন, "আমরা আবেদন করব স্যারসহ (কামাল হোসেন) জোটের সব দলের প্রতিনিধিদের যাওয়ার জন্য। অনুমতি পেলে স্যার অবশ্যই যাবেন।" বৈঠকের ঘণ্টাখানেক পর বিএনপির সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন বলেন, "ঐক্যফ্রন্টের প্যাডে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বরাবর চিঠি যাবে আ স ম আবদুর রবের স্বাক্ষরে। চিঠি লেখা হয়ে গেছে। আজকেই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।" খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি দেখা করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান জাহিদ, মোশাররফ হোসেন, জি এম সিরাজ ও রুমিন ফারহানা। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন, জেএসডির তানিয়া রব, আবদুল মালেক রতন, শহিদউদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, মোশতাক হোসেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার জাফরুলস্নাহ চৌধুরী প্রমুখ।