বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ!

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ০০:০০

বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাঘায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনিগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা আলম আলী এ বিষয়ে বুধবার টিপু সুলতানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ওইদিন সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখার পর এ অভিযোগ করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, আলম আলী উপজেলার আটগরি এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। এর আগে এলাকার পুকুর লিজ নিয়ে মাছ চাষ না করার জন্য ভয়ভীতি প্রদশর্ন করত একই উপজেলার পাশের গ্রাম গঙ্গারামপুরের বাসিন্দা টিপু সুলতান। কিন্তু তার কথা না শুনে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন আলম। এর থেকে তার ক্ষতির উদ্দেশ্যে হাফিজুল নামের একজনকে টাকা দিয়ে মাছ নিধনের চেষ্টা করে ব্যথর্ হয়। পরে একই উদ্দেশ্য টিপ সুলতান পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ বিষয়ে জানতে চেয়ে টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। বাঘা থানার উপপরিদশর্ক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।