মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জে নিহত ১

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
চলমান মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছে, যার বিরুদ্ধে মাদক আইনে এক ডজন মামলা রয়েছে। শুক্রবার ভোরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূবর্কুমারভোগে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১১ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলামের ভাষ্য। নিহত মকবুল হোসেন (৩৬) লৌহজংয়ের উত্তর মেদিনীমÐল গ্রামের আব্দুল হাকিম মুন্সীর ছেলে। লৌহজং থানার এসআই হারুন বলেন, ‘মকবুল পুলিশের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনের ১২টি মামলা রয়েছে।’ ঘটনার বিবরণে এএসপি মহিতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পূবর্কুমারভোগ এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায় র‌্যাব। ‘সেখানে থাকা মাদক চোরাকারবারিরা এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও তখন পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট গোলাগুলির পর ঘটনাস্থলে মকবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তবে বাকিরা পালিয়ে যায়।’ পরে মকবুলকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব কমর্কতার্ মহিতুল বলেন, ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫০০ ইয়াবা, ৪৬৭৫ টাকা, দুটি মোবাইল ফোন এবং কয়েক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। এই অভিযানে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন; তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে মহিতুল ইসলামের ভাষ্য।