প্রাগৈতিহাসিক হাঙরের দঁাত

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
হাঙরের দঁাত
অস্ট্রেলিয়ার সৈকতে প্রাগৈতিহাসিক মেগা-শাকের্র (গ্রেট হোয়াইট শাকের্র তুলনায় দ্বিগুণ আকৃতির হাঙর) খুবই বিরল এক সারি দঁাত খুঁজে পেয়েছেন ফিলিপ মাল্লালি নামে একজন অপেশাদার ফসিল অনুসন্ধানী। মেলবোনের্র প্রায় ১০০ কিলোমিটার দূরের একটি সৈকতে হেঁটে হেঁটে ফসিল অনুসন্ধান করছিলেন ফিলিপ। একসময় এক সারি নুড়ি পাথরের মধ্যে একটি উজ্জ্বল বস্তু তার দৃষ্টি আকষর্ণ করে। কাছে গিয়ে দেখা যায়, একটা দঁাতের বেশ কিছু অংশ বেরিয়ে আছে। এরপর ভিক্টোরিয়া জাদুঘর ও ফসিল বিশেষজ্ঞ এরিক ফিটজ্?গেরাল্ডের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সাত সেন্টিমিটার দৈঘের্্যর দঁাতটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এটি এক বিলুপ্ত প্রজাতির হাঙরের। জানা যায়, হাঙরটি প্রায় আড়াই কোটি বছর আগে অস্ট্রেলিয়ার উপক‚লে ঘুরে বেড়াত।