লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লতা মঙ্গেশকর
যাযাদি ডেস্ক উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রোববার রাত দেড়টার দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তবে বর্তমানে প্রবীণ এ গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়। রোববার রাতে লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার এই সুর সম্রাজ্ঞির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যম জানায়, রোববার রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শীর্ষ মেডিকেল অ্যাডভাইজর ডা. ফারুক-ই-উদওয়াদিয়ারের তত্ত্বাবধানে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর পৃথিবীতে এসেছিলেন লতা মঙ্গেশকর। তারপর ৭০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গান ও সুরের ইন্দ্রজালে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর তার বয়স ৯০ বছর পূর্ণ হয়।