ডেমরায় নববধূ খুন, স্বামীকে খুঁজছে পুলিশ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার ডেমরায় বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসে এক তরুণী খুন হয়েছেন, এ হত্যাকান্ডের জন্য তার স্বামীকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার সকালে ডেমরার বাঁশেরপুলের বাসা থেকে রক্তাক্ত অবস্থায় আসমা আকতার মীমকে (১৮) উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, "ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্রের আঘাতে তার মৃতু্য হয়েছে। "তার স্বামী শামীমের বিরুদ্ধে পরিবারের লোকজন অভিযোগ করার পর পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।" মীমের বাবা মো. হবি কাজী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ১৮ দিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাঁনপাড়ার বাসিন্দা মটর মেকানিক মো. শামীমের সঙ্গে মীমের বিয়ে হয়। বিয়ের পর শনিবার সকালে মীম প্রথমবারের মতো তাদের ডেমরার বাঁশেরপুলের বাসায় একাই আসে। মঙ্গলবার সকালে আসে শামীম। ক্ষুদ্র ব্যবসায়ী হবি কাজী জানান, তাদের ছোট ফ্ল্যাটের একটি কক্ষে নবদম্পতি অবস্থান করার কিছুক্ষণ পর কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসার অন্য লোকজন দরজায় ধাক্কা দেয়। এতে দরজা এমনি খুলে গেলে দেখা যায় মীম বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং শামীম নেই। মীমের গলা ও থুঁতনিতে ধারাল আঘাতের চিহ্ন দেখে দ্রম্নত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মীম ছিলেন সবার বড়। স্থানীয় একটি কলেজে এইচএসসির ছাত্রী ছিলেন তিনি। বিয়ের পর তার আর কলেজে যাওয়া হয়ে ওঠেনি বলে মীমের বাবা জানান।