সেই নারী আর ফিরলেন না

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট রাজধানীতে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় আহত নারী মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। সকাল ৯টার দিকে শান্তিনগর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম কানিজ ফাতেমা (৩০)। বাবার নাম আবুল ইসলাম। শিক্ষক স্বামী শফিকুল ইসলামের সঙ্গে তিনি দনিয়ায় বসবাস করতেন। গতকাল বাবার বাড়ি মিরপুর থেকে তিনি অফিসে যাচ্ছিলেন। শান্তিনগরের কোয়ান্টাম বস্নাড ব্যাংকের ল্যাবে চাকরি করতেন তিনি। কানিজ ফাতেমার মৃতু্যর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আল মক্কা পরিবহণের একটি বাসে করে সকাল ৯টার দিকে শান্তিনগর মোড়ে যান কানিজ ফাতেমা। বাস থেকে নামার সময় চালক আচমকা বাসটি টান দেন। এতে ফাতেমা রাস্তায় পড়ে যান। এ সময় ওই বাসের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মী ও স্থানীয় লোকজন। এর আগে গত ২৭ আগস্ট রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাস্ট পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায় (৫২) নামে এক নারী। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডবিস্নউটিসি) সহকারী ব্যবস্থাপক।