মাহবুব স্পিনিং লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিমিটেডের শিল্প গ্রাহক মেসার্স মাহবুব স্পিনিং লিমিটেড যাত্রামুড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জকে ২৩/০৭/২০০৭ তারিখে গ্যাস সংযোগ প্রদান করা হয়। সংযোগের পর থেকেই গ্রাহক গ্যাস বিল নিয়মিত পরিশোধে বিরত থাকেন। বিল পরিশোধের জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সময়ে চিঠি পাঠানো হলে গ্রাহক তা পরিশোধের জন্য যতেষ্ট সময় চেয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ওপর স্থগিতাদেশ চায় আদালতের কাছে। আদালত বিভিন্ন সময়ে গ্রাহককে সময় প্রদান করে। সর্বশেষ গত ২০ জানুয়ারি হাইকোর্ট বিভাগে গ্রাহক কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন নং ৪৩২/২০১৯ এর প্রেক্ষিতে শুনানিঅন্তে ১৮টি সমমাসিক কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ প্রদানসহ নিয়মিত বিল পরিশোধের আদেশ প্রদান করেন। কিন্তু গ্রাহক কিস্তি এবং নিয়মিত বিল পরিশোধে বিরত থাকায় অক্টোবর পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়ায় ১৫,৪৪,৪৬,১৫৬/- (পনের কোটি চুয়ালিস্নশ লক্ষ ছেচলিস্নশ হাজার একশত ছাপান্না) টাকা। গ্রাহকের বকেয়া আদায়ের জন্য তিতাস গ্যাস টিএন্ডডি কোং লি: কর্তৃক দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপীল (সিপিএলএ) নং: ৬২০/২০১৯ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে ১৪ নভেম্বর আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগের গত ২০ জানুয়ারি আদেশ স্থগিত হওয়ায় এবং আপ্রিল বিভাগের নির্দেশনা অনুযায়ী গ্রাহক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিজ্ঞপ্তি