সং গ ঠ ন স ং বা দ

আনসারের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গত শনিবার সকাল ৯টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপর, গাজীপুরে বাহিনীর নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার (২০তম ব্যাচ-পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান অতিথি থেকে একজন কৃতি প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার সদস্যকে পুরস্কার প্রদান করছেন। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক ও কমান্ড্যান্ট (আনসার-ভিডিপি একাডেমি), নিমাই কুমার দাস, উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্নেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশনস), মো. মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ), মো. শাহবুদ্দিন, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ এবং ঢাকা মহানগর আনসার) মো. ফিরোজ খানসহ বাহিনীর সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি