শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাবা-মা কর্মস্থলে, শিশুকে গৃহকর্মীর অমানবিক নির্যাতন

যাযাদি রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০
আবদুলস্নাহ আবতাই আয়াত

ব্যস্ততম এ নাগরিক জীবনে অনেক বাবা-মা নিজের ছোট সন্তানকে গৃহকর্মীর কাছে রাখতে বাধ্য হন। কাজের প্রয়োজনে দিনভর আদরের সন্তানকে দেখাশোনার দায়িত্ব দিয়ে যান গৃহকর্মীকে। কিন্তু বিভিন্ন সময়ই প্রশ্ন উঠেছে, এ গৃহকর্মীদের কাছে ছোট্ট শিশুটি কতটা নিরাপদ? সম্প্রতি গৃহকর্মীর হাতে এক শিশুকে অমানবিক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সিসিটিভি ফুটেজের ওই ভিডিওতে দেখা যায়, একজন নারী বাথরুম থেকে একটি শিশুকে ঘরের ভেতর ছুড়ে ফেলে দেয়। এরপর ক্রন্দনরত শিশুটিকে টানা কয়েক দফা লাথি মারতে থাকে ওই নারী। ছোট্ট শিশুর প্রতি একজন নারীর এ হিংস্র আচরণ অবাক করেছে সবাইকে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. আল আমিন সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। শিশুটির মা লুৎফুন্নাহার উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ দম্পতির একমাত্র শিশু আবদুলস্নাহ আবতাই আয়াতের বয়স মাত্র দুই বছর।

স্বামী-স্ত্রী দু'জনই চাকরিজীবী হওয়ায় শিশু সন্তান আয়াতকে বাসায় গৃহকর্মী শাহিদা ওরফে তাজনারার (৪৫) কাছে রেখে যেতেন। যার কাছে আদরের সন্তানকে রেখে আসতেন, সেই গৃহকর্মী শাহিদাই নির্মম মারধর করে দুই বছরের এ শিশুটিকে। যেটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

শিশুটির বাবা আল আমিন বলেন, 'গৃহকর্মী শাহিদা আমাদের আত্মীয়ের মধ্যেই ছিল। মনে হয়েছিল তাকে বিশ্বাস করা যায়, অত্যন্ত পরহেজগার মানুষ। আগে আমার মা বাসায় থাকতেন। মা চলে যাওয়ার পর শাহিদার কাছেই ছেলেকে রেখে আমরা কর্মস্থলে চলে যেতাম। গত ২ মাস ধরে সে আমার বাসায় থাকছিল, বাবুকে দেখাশোনা করত।'

কিন্তু বাবুকে মারধরের বিষয়ে কোনোভাবে তার স্ত্রীর সন্দেহ হওয়ায় বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলে। সে অনুযায়ী গত ৮ নভেম্বর তিনি বাসায় সিসিটিভি ক্যামেরা বসান। কিন্তু ক্যামেরার বিষয়টি তারা শাহিদাকে বুঝতে দেননি। ক্যামেরা বসানোর ৫ দিনে যা ধরা পড়েছে, সেগুলো তেমন কিছু না। কিন্তু ১৪ নভেম্বর তিনি অফিসে বসে বাসার ক্যামেরা পর্যবেক্ষণ করছিলেন। আইপি ক্যামেরা হওয়ায় স্মার্টফোনেই লাইভ দেখা যেত।

সেদিনই অফিসে বসে গৃহকর্মীর হাতে শিশুকে ভয়ঙ্কর এ মারধরের ঘটনা চোখে পড়ে। বাথরুম থেকে ঘরের ভেতর ছুড়ে ফেলে ওইটুকু শিশুকে একের পর এক লাথি মারতে থাকে গৃহকর্মী শাহিদা! অতঃপর ক্রন্দনরত শিশুকে সেভাবে ফেলে দিয়েই আবারও নিজের কাজে যোগ দেয়। কিন্তু এটি দেখার পরও তিনি শাহিদাকে ফোন দিয়ে বিষয়টি বুঝতে দেননি। তাকে শুধু বলেছিলেন, পাশের বাসার একজন ফোন করে জানাল, বাবু কাঁদছে, কিন্তু শাহিদা বিষয়টি অস্বীকার করেন।

তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গেই তিনি ও তার স্ত্রী বাসার উদ্দেশে রওনা দেন। বাসায় ফিরে তার সন্তানকে জড়িয়ে ধরেছেন, কোলে নিয়েছেন। কিন্তু অন্যদিনের মতো চিৎকার করে 'বাবা' 'বাবা' করেনি। বাচ্চাটা মারের ভয়ে এতটাই ভীত হয়ে পড়েছিল যে, 'বাবা' বলতে যেন ভুলেই গিয়েছিল।

'শাহিদাকে কিছু বুঝতে না দিয়েই বাবুকে নিয়ে চিকিৎসক দেখালাম। চিকিৎসক বলেছেন, আলস্নাহর অশেষ রহমতে শারীরিকভাবে বাচ্চার তেমন বড় কোনো ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে সে অনেক ভয়ের মধ্যে আছে।'

এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইন-২০১৩ (সংশোধিত ২০১৮) এর ৭০ ধারায় একটি মামলা দায়ের করেন আল আমিন সরকার। এর ভিত্তিতে অভিযুক্ত গৃহকর্মী শাহিদাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক বলেন, স্বামী-স্ত্রী দু'জনই চাকরিজীবী হওয়ায় তারা বাসায় থাকতেন না। তাদের দু'বছরের শিশুটি বাসায় গৃহকর্মীর কাছে থাকত। এ সুযোগে গৃহকর্মী শিশুটিকে মারধর করত। বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজে মারধরের চিত্র পাওয়ার পর শুক্রবার পরিবার মামলা করে। সেদিনই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

শিশুটির বাবা আল আমিন আরও বলেন, 'এত বড় ঘটনার পরও আমরা শাহিদাকে কিছুই বুঝতে দিইনি। পুলিশ আসার আগ পর্যন্ত সে জানত না যে অপরাধ করেছে। তাকে বললে হয়তো সে পালিয়ে যেত, তখন অন্যরকম ঝামেলা হতো। এ বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে। আমাদের মতো দম্পতিরা যেন সন্তানের নিরাপত্তা নিয়ে সচেতন হন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76201 and publish = 1 order by id desc limit 3' at line 1