সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অভিনব প্রতিবাদে সংবাদ পাঠ যাযাদি ডেস্ক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি এক ফটো সাংবাদিকের বাম চোখ গুলিবিদ্ধ হওয়ায় প্রতিবাদ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনে দুই সংবাদ পাঠক এক চোখ ব্যান্ডেজ করে টেলিভিশনে খবর পড়েছেন। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, শুক্রবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ কভারেজ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে বাম চোখ হারান ৩৫ বছর বয়সী ফ্রিল্যান্স ফটো সাংবাদিক মুয়াথ আমারনে। এ ঘটনার পর সোমবার 'ফিলিস্তিন টিভি'তে রাত ৯টার সংবাদে দুই সংবাদ পাঠককে বাম চোখে ব্যান্ডেজ করে খবর পড়তে দেখা যায়। এছাড়া বিভিন্ন প্রখ্যাত সংবাদিক ও ফিলিস্তিনি কর্মীদের নিজেদের এক চোখ হাতে বা ব্যান্ডেজে ঢেকে রাখার ছবি আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে ঘুঁটে! যাযাদি ডেস্ক আমাদের দেশে গরুর গোবর শুকিয়ে সচরাচর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঘুঁটে নামে পরিচিত এ বস্তু একেবারেই কম দামে বিক্রিও হয়। অথচ যুক্তরাষ্ট্রে পলিথিনের মোড়কে এক প্যাকেট ঘুঁটের মূল্য তিন ডলার! বাংলাদেশি টাকায় যা ২৫৪ টাকা। নিউজার্সির এডিসনে এক দোকানে এমন চড়া দামেই বিক্রি হচ্ছে ঘুঁটে। সোমবার সমর হালারনকার নামের এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের দোকানে বিক্রি হতে থাকা এই ঘুঁটের ছবি টুইটারে পোস্ট করেন। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার প্রশ্ন, এই ঘুঁটে কি দেশি গরুর গোবর থেকে তৈরি নাকি বিদেশি?' ছবিতে দেখা যায়, ১০টি ঘুঁটের প্যাকেটের ছবি এবং তার গায়ে লেখা এই বস্তুটি কেবল মাত্র 'ধর্মীয় কারণেই ব্যবহারযোগ্য' এবং এটি 'খাওয়ার উপযুক্ত নয়'। সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা নবীগঞ্জ উপজেলায় ইয়াসমিন আক্তার (১১) নামে এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুর্শা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখেন। নিহত ইয়াসমিন কুর্শা গ্রামের মৃত কাছন মিয়ার মেয়ে এবং কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, ইয়াসমিন মঙ্গলবার দুপুরে পরীক্ষায় অংশগ্রহণ শেষে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে সিএনজি থেকে নামার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তবে মাইক্রোবাস নাকি মোটরসাইকেলের ধাক্কায় তার মৃতু্য হয়েছে তা কেউ বলতে পারেনি। অনিয়মে কেন্দ্র সচিবকে অব্যাহতি মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের মঠবাড়িয়ায় এবতেদায়ি সমাপনি পরীক্ষায় টিকিকাটা আ. ওহাব মহিলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনিয়ম ও অসৎ উপায় অবলম্বনের দায়ে কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া ওই কেন্দ্রের ২ কক্ষ পরিদর্শক ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান ও জুনিয়র শিক্ষক মো. আবুল কালামকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ওই কেন্দ্রে গিয়ে দেখেন একই কক্ষে একই মাদ্রাসার ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ওই মাদ্রাসারই ২ শিক্ষক গত ৩ দিন ধরে ওই কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। রিপন বিশ্বাস জানান, পরিদর্শকরা কেন্দ্র সচিবের যোগসাজশে অনিয়মের কথা স্বীকার করলে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং তাদেরকে বহিষ্কার করা হয়।