সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১২১

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
চলতি বছর সরকারি হিসাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু সন্দেহে ২৬৪ জনের মৃতু্যর তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) পাঠানো হয়। তাদের মধ্যে ১৯৩ জনের মৃতু্য পর্যালোচনা করে ১২১ জন ডেঙ্গুজনিত কারণে মৃতু্যবরণ করেছেন বলে আইডিসিআর নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানিয়েছেন। এদিকে ২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা সারাদেশে নতুন ১২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬৬ জন। এ ছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৬৫। তাদের মধ্যে ঢাকায় ২৭১ এবং ঢাকার বাইরে ২৯৪ জন ভর্তি রয়েছেন।