কলকাতার রাস্তায় টাকার বৃষ্টি!

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভবন থেকে পড়ছে টাকা
আচমকা আকাশ থেকে নেমে আসতে থাকল রাশি রাশি টাকা। তা-ও আবার দশ-বিশ টাকার নোট নয়, একেবারে কড়কড়ে পাঁচশ আর দুই হাজারের নোট! বুধবার বিকালে এমনই এক অদ্ভুত ঘটনার ঘটেছে কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটে। জানা গেছে, বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতলে থাকা এক বাণিজ্যিক সংস্থার অফিসে অভিযান চালিয়েছিলেন 'ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স' (ডিআরআই)-এর অফিসারেরা। সেই তলস্নাশি-অভিযানের সময়েই ওই বহুতল ভবনের ছাদের ওপর থেকে টাকার বান্ডিল পড়তে থাকে। ওই টাকার বান্ডিল ফেলা হয়েছিল বহুতল ভবনের চৌহদ্দিতে। তা দেখতে পেয়েই ওই বাড়ির নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে সেই টাকার বান্ডিল কুড়োতে থাকেন। সেই দৃশ্য দেখে জমে যায় ভিড়। তবে কৌতূহলী জনতা শুধু টাকা পড়তেই দেখল। সে টাকা পকেটে ঢোকানো তো দূর, ছুঁয়েও দেখা যায়নি। পুলিশের সাহায্যে সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষ ৭৪ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গভীর রাত পর্যন্ত ওই অফিসে তলস্নাশি চলেছে বলে সূত্রের দাবি।