সংস্কারের পর ওসমানী মিলনায়তন খুলছে ৯ ডিসেম্বর

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সংস্কারের পর নবরূপে সজ্জিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন খুলছে ৯ ডিসেম্বর (সোমবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধন করবেন। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুচিশীল ও আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী সংস্কারের মাধ্যমে এ মিলনায়তনে পরিশীলিত ও মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নামে নামকরণ করা প্রায় চার দশকের পুরনো এ মিলনায়তনটি সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের জন্য চলতি বছরের মার্চ মাসে কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। এটি রাজধানীর নবাব আবদুল গণি রোডে অবস্থিত। ২০২০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত মেয়াদের প্রায় সাত মাস আগে মিলনায়তনটির সংস্কার ও আধুনিকায়ন কাজ শেষ হচ্ছে। সংস্কারের পর এটি আন্তর্জাতিক মানে উন্নীতি হবে বলেও গণপূর্ত মন্ত্রণালয় থেকে দাবি করা হয়। বৃহস্পতিবার দুপুরে নব সাজে সজ্জিত ওসমানী স্মৃতি মিলনায়তন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তার সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উলস্না খন্দকার, অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।