স্ত্রীর লাশে মাথায় জখম, স্বামীর খোঁজ নেই

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্ত্রী রোজির সঙ্গে স্বামী রেজাউল
যাযাদি ডেস্ক চট্টগ্রাম নগরের খুলশী ঝাউতলা ডিজেল কলোনিতে ঘর থেকে রোজি আক্তার (২০) নামে এক নারীর লাশ পুলিশ উদ্ধার করেছে। তার মাথায় জখম রয়েছে। সোমবার সকালে ভাড়া বাসার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে রোজির স্বামী রেজাউল করিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোজির পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে পালিয়েছেন স্বামী। পুলিশ বলছে, রোজির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রোজি ও তার স্বামী রেজাউল দুজনই বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিরাপত্তাকর্মী। খুলশী থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, রোজির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে প্রথমে মাথায় আঘাত করে ও পরে শ্বাসরোধে রোজিকে খুন করা হয়। বাসায় তারা শুধু স্বামী-স্ত্রী দুজনই থাকতেন। গত মার্চ থেকে তারা ওই বাসায় ওঠেন। রোজির বড় বোনের স্বামী মো. রাসেল বলেন, বিয়ের পর থেকে রোজিকে নানাভাবে নির্যাতন করতেন তাঁর স্বামী। কয়েকবার তারা সালিশও করেছেন। তার দাবি, স্বামী রেজাউল করিমই রোজিকে খুন করে পালিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করেছেন।