দুই ট্রাক নকল প্রসাধনী ধ্বংস

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট জনসন, প্যারাসুট, কুমারিকাসহ কয়েকটি ব্র্যান্ডের দুই ট্রাক নকল প্রসাধনী বা কসমেটিকস ধ্বংস করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব প্রসাধনীর মূল্য প্রায় ৪ কোটি টাকা। বিএসটিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর চকবাজার ও কেরানীগঞ্জে সোমবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ট্রাক নকল প্রসাধনী জব্দ করা হয়। মঙ্গলবার এসব পণ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়। ধ্বংস করা নকল প্রসাধনীর মধ্যে জনসন অ্যান্ড জনসন লোশন ও ক্রিম, জনসন অলিভ অয়েল, প্যারাসুট নারিকেল তেল, কুমারিকা নারিকেল তেল ও হেয়ার অয়েল, আমলা হেয়ার অয়েল, রিংগার্ড, বেটনোভেট ক্রিম, ইচ গার্ড, সিসা হেয়ার অয়েল এবং মুভ ক্রিম। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধিও ছিল। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইর লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সংস্থাটির লোগো ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে বিক্রি করায় মো. রবিন নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।