৪০ হাজার বছর আগের ঘোড়াশাবক

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চল্লিশ হাজার বছর আগের একটি ঘোড়াশাবকের হিমায়িত দেহ উদ্ধার করেছেন রুশ ও জাপানি বিজ্ঞানীরা। বাতাগাইকার নিম্নাঞ্চল থেকে এ ঘোড়াশাবকটি উদ্ধার করা হয়েছে। এটি সাইবেরিয়ার শীতলতম স্থানগুলোর একটি। বিজ্ঞানীরা বলছেন, ঘোড়াশাবকটি উদ্ধারের ফলে অনেক তথ্য পাওয়া যাবে। তাদের ধারণা, মাত্র তিন মাস বয়সে শাবকটি মারা যায়। এটিই প্রাকৃতিকভাবে সংরক্ষিত বিশ্বের সবচেয়ে সুপ্রাচীন ঘোড়ার নজির। ঘোড়াশাবকটির অবিকৃত মৃতদেহটি ভূমি থেকে ৩০ মিটার (৯৮ ফুট) গভীর থেকে উদ্ধার করেন বিজ্ঞানীরা।