প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে করা মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদার। তিনি মামলার রাষ্ট্রপক্ষের এক নম্বর সাক্ষীও। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে মাহবুবুল আলম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মাহবুবুল আলম হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে নিজের অর্থকষ্ট ও পরিবার নিয়ে দুঃসহ জীবনযাপনের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপস্নব বড়ুয়া বলেন, মাহবুবুল আলমের দুঃখকষ্টের কথা প্রধানমন্ত্রী শুনেছেন। তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। পিরোজপুরের বাসিন্দা মাহবুবুল আলম হাওলাদার গত ১৬ নভেম্বর ঢাকায় আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। অনেক চেষ্টা শেষে ২০ দিন পর তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। এর আগেও মাহবুবুল আলম বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য পিরোজপুর থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু বিফল হয়েছেন।