শহিদুল আলমের মুক্তি দাবি জাতিসংঘ বিশেষজ্ঞদের

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আলোকচিত্রী শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহŸান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা। তাকে নিযার্তনের সব অভিযোগের নিরপেক্ষ ও কাযর্কর তদন্তেরও আহŸান জানিয়েছেন তারা। একই সঙ্গে মিডিয়া কমীের্দর জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহŸান জানানো হয়েছে। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীের্দর নিযার্তনের বিরুদ্ধে রিপোটর্ করার পর গ্রেপ্তার করে ফটোসাংবাদিক শহিদুল আলমকে নিযার্তন করা হয় বলে অভিযোগ আছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে আহŸান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যেসব বিশেষজ্ঞ তাদের মধ্যে রয়েছেন মাইকেল ফোসর্ট, ডেভিড কাই এবং সিওঙ্গ-ফিল হোং। এর মধ্যে মাইকেল ফোসর্ট হলেন স্পেশাল র‌্যাপোটির্উর অন দ্য সিচুয়েশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডারস। ডেভিড কাই হলেন স্পেশাল র‌্যাপোটির্উর অন দ্য প্রোমোশন অ্যান্ড প্রটেকশন অফ দ্য রাইট টু ফ্রিডম অব অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। সিওঙ্গ-ফিল হোং হলেন চেয়ার-র‌্যাপোটির্উর অব দ্য ওয়াকির্ং গ্রæপ অন আরবিট্রারি ডিটেনশন। শহীদুলের পক্ষে বিবৃতি আলোকচিত্রী ড. শহিদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন নোবেল বিজয়ী অথর্নীতিবিদ জোসেফ স্টিগলিৎস ও ভারতের প্রখ্যাত সমাজকমীর্ বিনায়েক সেনসহ অনেকে। তাদের এই বিবৃতি ব্রিটিশ পত্রিকা গাডির্য়ানে চিঠি আকারে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শহিদুল আলমের গ্রেপ্তার বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এটি অবিলম্বে রদ করতে হবে। এই গ্রেপ্তার জাতিসংঘের সাবর্জনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং নাগরিক, রাজনৈতিক, অথৈর্নতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারবিষয়ক আন্তজাির্তক চুক্তিসমূহে স্বীকৃত আন্তজাির্তক মানবাধিকারবিষয়ক ধারার গুরুতর লঙ্ঘন। তাকে গ্রেপ্তারের একমাত্র কারণ হলো আল-জাজিরায় দেয়া তার একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বাংলাদেশের শাসকগোষ্ঠী যেভাবে নিষ্ঠুরভাবে জনবিক্ষোভ দমন করেছে তার সমালোচনা করে মত প্রকাশ করেন। ৫ আগস্ট তাকে ‘উস্কানিমূলক মন্তব্যে’র জন্য নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিবৃতিতে স্টিগলিৎস ও বিনায়েক সেন ছাড়াও স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া বিশ্ববিদ্যালয়ের ডিস্টিনিংগুইশড প্রফেসর এমিরেটাস ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত অ্যাঙ্গেলা ডেভিস। অন্যদের মধ্যে আছেন ভারতের টাটা ইন্সটিটিউট ফর সোস্যাল স্টাডিজের অ্যাডভান্সড সেন্টার ফর উইমেন স্টাডিজের প্রফেসর ইলিনা সেন, ক্যালিফোনির্য়া বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিন ইলিয়ট প্রফেসর জুডিথ বাটলার, স্ট্যানফোডর্ বিশ্ববিদ্যালয়ের লুইজ হেলেট নিক্সন প্রফেসর ডেভিড পালুম্বো-লিউ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গায়ত্রী চক্রবতীর্, লেখক অন্তজি ক্রগ ও জিওকন্ডা বেলি, ফ্লোরেঞ্জস ম্যাক্স-প্লাঙ্ক ইন্সটিটুটের কস্তানা কারাফা, নিউইয়কর্ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফটোগ্রাফির পরিচালক শামুন কমির, ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয় নাসার ইসাম ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃ-বিদ্যার প্রফেসর রোজালিন্ড মরিস। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাতে হাইকোটের্র দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়নি মমের্ খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন। গতকাল শুনানির শুরুতে অ্যাটনির্ জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোটের্র আদেশ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তাই আবেদনটি অকাযর্কর হয়ে গেছে। এ সময় অপর পক্ষের আইনজীবী সারা হোসেন বলেন, শহিদুল আলমকে নিযার্তনের বিষয়ে সংশ্লিষ্ট আদালত (হাইকোটর্) স্বাস্থ্য পরীক্ষার কথা বলেছেন। এ বিষয়ে বিচারিক আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে আদেশ এখনো প্রতিপালন করা হয়নি।