কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে কক্সবাজারের মহেশখালীতে গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আব্দুল মালেক (৪০) পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে দাবি করা হচ্ছে। মালেক মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মহেশখালী থানায় আটটি মামলা রয়েছে বলে ওসি প্রদীপ কুমার দাস জানান। তিনি বলেন, শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসী জড়ো হয়েছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গলি করে পুলিশও। ‘একপযাের্য় সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ছাড়া ঘটনাস্থল থেকে ৫০০টি ইয়াবা, দেশীয় পঁাচটি বন্দুক ও দশ রাউন্ড গুলি উদ্ধারের কথাও এ পুলিশ কমর্কতার্ জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মগের্ পাঠানো হয়েছে।