ঢাকায় ৪ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন চার সদস্যকে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, রোববার রাতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মহিবুল ইসলাম (২২), মো. মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও মো. দেলোয়ার হোসেন (৩৭)। উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, তারা জেএমবির সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ‘জননিরাপত্তায় বিঘœ ঘটানোর জন্য তারা বোমা তৈরির সরঞ্জাম নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।’ ওই মামলায় তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এই পুলিশ কমর্কতার্।