রাজধানীতে দুই বাসে অগ্নিকান্ড

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
শনিবার যান্ত্রিক ত্রম্নটির কারণে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে -ফোকাস বাংলা
ঢাকার সড়কে আগুনে পুড়েছে দুটি বাস; যান্ত্রিক ত্রম্নটির কারণে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে কারওয়ান বাজারে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাসে আগুন লাগে। তার আধাঘণ্টা পর কুর্মিটোলা হাসপাতালের সামনে আগুন লাগে বিআরটিসির একটি দোতলা বাসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত সোহাগ মাহমুদ বলেন, খবর পেয়ে দুটি স্থানে গিয়ে বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, 'দুটি বাসেই যান্ত্রিক ত্রম্নটির কারণে আগুন লাগে।' বাস দুটিতে যাত্রী থাকলেও সঙ্গে সঙ্গে নেমে পড়ায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পদচারী-সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। তেজগাঁও থানার ওসি শামীম আল রশীদও বলেন, যান্ত্রিক ত্রম্নটির কারণে কারওয়ান বাজারে ট্রাস্টের বাসটিতে আগুন ধরেছিল। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, 'যান্ত্রিক ত্রম্নটি থেকেই দোতলা বাসটিতে আগুন ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।'