চাকরিতে সুবিধা পেতে এমপি-মন্ত্রীর জাল সুপারিশ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের স্বাক্ষর জালসহ ভুয়া ফোনকল ও এসএমএসের মাধ্যমে তদবিরের ঘটনায় বিভিন্ন নাসির্ং প্রতিষ্ঠানে কমর্রত তিনজন সরকারি কমর্চারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম অ্যান্ড হোমিসাইডাল স্কোয়াড। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল কুদ্দুস মিয়া (৪৫), আবু ইউসুফ (৩৬) ও রুহুল বাসার তালুকদার (৪৫)। রোববার দিনগত রাতে কুমিল্লা ও চঁাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান জানান, ২০১৬ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সেবা অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কমর্সূচিভুক্ত নাসির্ং এডুকেশন অ্যান্ড সাভিের্সস প্রোগ্রামের অপারেশনাল প্লানের সংস্থান অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি ব্যবস্থাপনায় নাসির্ং কমর্কতাের্দর স্পেশালাইজ্ড (স্বল্পমেয়াদি) কোসের্ বিদেশে প্রশিক্ষণ দেয়ার জন্য বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নাসির্ং শিক্ষাপ্রতিষ্ঠানে কমর্রত নাসির্ং কমর্কতাের্দর কাছ থেকে দরখাস্ত আহŸান করা হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে দেখা যায় যে, ১৭ জন স্টাফ নাসের্র আবেদনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে হোসেন বাদশাহসহ কয়েকজন সচিবের সুপারিশপূবর্ক জাল স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে ২০১৬ সালের ১৭ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা (নং-১৭) দায়ের করা হয়। মামলাটির তদন্তভার সিআইডি গ্রহণ করার পর রোববার ঘটনার সঙ্গে জড়িত তিনজন সরকারি কমর্চারীকে গ্রেপ্তার করা হয়।