ক র পো রে ট স ং বা দ

প্রাভা হেলথ শুরু করেছে ইমিউনু হিস্টোকেমেস্ট্রি ল্যাবরেটরি

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি প্রাভা হেলথ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমিউনু হিস্টোকেমেস্ট্রি ল্যাবরেটরি। এখানে সর্বাধুনিক প্রযুক্তি ও সময়ের সেরা সব আয়োজনের সঠিক ব্যবহারে ক্যান্সার রোগনির্ণয় ও নিরাময়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বয়ংসম্পূর্ণ ও কার্যকরী ল্যাব। ব্রেস্ট ক্যান্সার পজিটিভ প্রোটিন নির্ধারিত রোগীদের জন্য তিনজন খ্যাতনামা বিজ্ঞানীদের কাজের মূল্যায়ন করছে প্রাভা, যা দিয়ে তারা রোগীদের নিরাময়ে সাধন যোগাচ্ছেন। এরা হলেন এইচ মাইকেল শেফার্ড, ডেনিস জে. স্স্ন্যামন এবং অ্যাক্সেল উলরিচ। কালজয়ী আবিষ্কারের জন্য যারা 'লস্কর' অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। 'লস্কর' অ্যাওয়ার্ডকে আমেরিকার নোবেল প্রাইজও বলা হয়ে থাকে, যা চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য দেয়া হয় এবং ভবিষ্যতে নোবেল জয়ে পাথেয় হয়ে থাকে। উদ্বোধনী বক্তব্যে প্রাভা হেলথের মেডিকেল পরিচালক ড. সিমিন আক্তার বলেন, 'বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট। প্রাভা হেলথ-এ উন্নতমানের (গোল্ড স্ট্যান্ডার্ড) ডায়াগনসিস, আন্তর্জাতিকমানের সেবা এবং পাশাপাশি নিশ্চিত করা হয়েছে সহমর্মিতাও সম্মানের অনন্য এক পরিবেশ।' বিজ্ঞপ্তি