রুম্পা হত্যা

বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল স্টামফোর্ড

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রুবাইয়াত শারমিন রুম্পা
'উই ওয়ান্ট জাস্টিস' স্স্নোগানে উত্তাল রাজধানীর সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সোমবার দুপুর ১২টায় ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাতে পস্ন্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সোমবারের কর্মসূচিতে 'রুম্পা হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিজ', 'রুম্পার ধর্ষণ ও হত্যার বিচার চাই ', 'বিচার হতেই হবে', 'আর কত?' 'স্টপ, স্টপ, স্টপ'সহ নানা স্স্নোগান লেখা পস্ন্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনের মুখপাত্র ইংরেজি বিভাগের ছাত্র জিসাদ মোহাম্মদ বলেন, রুম্পা হত্যার পাঁচ দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত এ হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। রুম্পার হত্যার রহস্য তার সহপাঠীরা জানতে চায়, তাই দ্রম্নত এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। গত চার দিন ধরে তারা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও প্রশাসন এখনো ঘুমিয়ে আছে। তাই রোববার তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি আরও বলেন, মঙ্গলবারের (আজ) মধ্যে রুম্পার ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করা না হলে আগামী বুধবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা রাস্তায় নেমে কঠোর আন্দোলন শুরু করবেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজ বলেন, 'রুম্পার মতো একটি মেধাবী ছাত্রীকে আমরা অকালে হারিয়েছি। আর কোনো সন্তানকে আমরা অকালে হারাতে চাই না। রুম্পা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আমরাও আন্দোলনে যোগ দিয়েছি।' তিনি আরও বলেন, 'এ আন্দোলন শুধু আমাদের নয়, দেশের প্রতিটি মানুষের সমর্থন রয়েছে। রুম্পার অকাল মৃতু্য কেন হলো, তা আমরা জানতে চাই। এ দাবিতে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও আন্দোলনে যোগ দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন'। ফ্লিম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষিকা সাকিরা বলেন, 'আমরা কোনো শিক্ষার্থীকে হারাতে চাই না। আর কোনো মায়ের বুক খালি হোক, এটাও আমরা দেখতে চাই না। কোনো বাবা তার সন্তান হারাবে, তা আর চাই না। রুম্পা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিল। সে ছিল প্রাণ-চঞ্চল। কেন সে খুন হয়েছে, কে করেছে, কীভাবে করেছে- তা জানতে চাই। দ্রম্নত প্রশাসনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানাচ্ছি।' অবস্থান কর্মসূচির একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস' স্স্নোগানে সিদ্ধেশ্বরী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে আবারও তারা মূল গেটের সামনে অবস্থান নেন। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাসার নিচে রুম্পার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এদিকে, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার 'অস্বাভাবিক মৃতু্য'র ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত প্রেমিক আব্দুর রহমান সৈকতের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।