পিরোজপুরে চার ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অভিযান চালিয়ে চার ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছের্ যাব। বৃহস্পতিবার রাতের্ যাব ৮-এর একটি দল এ অভিযান চালায় বলে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ খায়রুল চৌধুরী জানান। গ্রেপ্তাররা হলেন- সুব্রত মজুমদার, আবু হাসান, মোস্তাকিন বিলস্নাহ ও মো. নিয়াজ মাহবুব। পরে তাদের তিনজনকে ছয় মাসের কারাদন্ড এবং অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ খায়রুল চৌধুরী জানান, 'গাওখালী বাজারে পলস্নী চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল চার ভুয়া ডাক্তার। এরা দীর্ঘদিন ধরে মানুষকে ডাক্তার পরিচয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। আটকের পরে তারা কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।' তিনি জানান, পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান তাদের সার্টিফিকেট পরীক্ষা করেন এবং তা ভুয়া প্রমাণিত হওয়ায়র্ যাব সদস্যরা চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। তখন ভ্রাম্যমাণ আদালত তাদের ওই সাজা দেয়। এছাড়া একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।