দূষণ কমাতে বৈদু্যতিক পেস্নন

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বৈদু্যতিক পেস্নন
কানাডার ভ্যাঙ্কুভার থেকে আকাশে উড়েছে পুরো বৈদু্যতিক সিপেস্নন। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি এভিয়েশন খাতে এমন পেস্ননের ফ্লাইট বিশ্বে এটিই প্রথম। হার্বার এয়ার এবং ম্যাগনিক্সের এই ছোট পরীক্ষামূলক ফ্লাইটে যে পেস্ননটি ব্যবহার করা হয়েছে তাতে রয়েছে ছয়টি যাত্রী আসন। বৈদু্যতিক মোটরের মাধ্যমেই চলেছে পেস্ননটি। খবর বিবিসির। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, 'বিশ্বের প্রথম পুরো বৈদু্যতিক বাণিজ্যিক পেস্নন বহর' তৈরির এটি প্রথম ধাপ। এভিয়েশন খাতে কার্বন নির্গমনের মাত্রা অনেক বেশি। বৈদু্যতিক পেস্ননের ব্যবহার শুরু হলে দূষণ অনেকটা কমবে বলে ধারণা করা হয়। এক বিবৃতিতে হার্বার এয়ার এবং ম্যাগনিক্স বলেছে, 'এই ঐতিহাসিক ফ্লাইট এভিয়েশন খাতে তৃতীয় যুগের সূচনা করছে, বৈদু্যতিক যুগের।' পরীক্ষামূলক এই ফ্লাইটে ব্যবহার করা হয়েছে ছয় যাত্রী আসনের ডিএইচসি-২ ডি হ্যাভিল্যান্ড বিভার। এটির প্রোপালশন ব্যবস্থায় ছিল ৭৫০ হর্সপাওয়ারের ম্যাগনি ৫০০।