ডাইনোসরের পালকে উকুনের সন্ধান!

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মিয়ানমারে ডানাওয়ালা ডাইনোসরের পালকে উকুনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই প্রথম ১০ কোটি বছর আগে উকুন জাতীয় কোনো পোকার সন্ধান পাওয়া গেল। তবে বিজ্ঞানীদের বক্তব্য, যে উকুনের সন্ধান পাওয়া গেছে, তার চরিত্র এখনকার মতো নয়। মিয়ানমারে ডাইনোসর বিশেষজ্ঞরা গবেষণা করতে গিয়ে কিছু রেজিনে জমে যাওয়া ডানাওয়ালা ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পান। বেজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এরপর সেই জীবাশ্ম পরীক্ষা করে ডাইনোসরের পালকের মধ্যে ১০ রকমের পোকার সন্ধান পান। এরই মধ্যে উকুন জাতীয় কিছু রয়েছে বলেও তাদের সন্দেহ। তাদের আকার একটি চুলের দ্বিগুণ। সম্প্রতি বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে এই সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে